ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গোপালগঞ্জে বিদেশফেরত ১১ জন কোয়ারেন্টাইনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
গোপালগঞ্জে বিদেশফেরত ১১ জন কোয়ারেন্টাইনে

গোপালগঞ্জ: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রেক্ষাপটে গোপালগঞ্জে বিদেশ থেকে আসা ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

এর মধ্যে জেলার টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলায় তিনজন করে নয়জন এবং মুকসুদপুর উপজেলার রয়েছেন দুইজন।

গোপালগঞ্জ সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ওই ১১ জনকে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তারা ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে দেশের বাড়িতে এসেছেন।  
তবে তারা সুস্থ আছেন এবং করোনা ভাইরাসে আক্রান্ত নন।  

স্বাস্থ্যকর্মীরা সব সময়ই তাদের বিষয়ে খোঁজ-খবর রাখছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।