ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে কোয়ারেন্টাইনে ফিরে এসেছেন আত্মগোপনে থাকা প্রবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বরিশালে কোয়ারেন্টাইনে ফিরে এসেছেন আত্মগোপনে থাকা প্রবাসী

বরিশাল : বরিশালে আত্মগোপনে চ‌লে যাওয়া এক প্রবাসী হোম কোয়া‌রেন্টাই‌নে আবা‌রো ফি‌রে এ‌সে‌ছেন।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বিষয়‌টি বাংলা‌নিউজ‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. ম‌নোয়ার হো‌সেন।

তিনি জানান, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এক প্রবাসী। শনিবার (১৪ মার্চ) থেকে নিজ বাড়িতে না থেকে তিনি আত্মগোপনে চ‌লে যান।

তিনি কোথায় আছেন সেব্যাপারে স্পষ্ট তথ্য দিচ্ছি‌লো না তার পরিবারও। তবে বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্য জানা যায় তিনি পটুয়াখালীতে ছি‌লেন।  

স্বাস্থ্য বিভা‌গের পক্ষ থে‌কে ঐ প্রবাসী এবং তার প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ করা হ‌লে বি‌কে‌লে তিনি নিজ বা‌ড়ি‌তে ফি‌রে আ‌সেন।

তি‌নি আরও ব‌লেন,  নিয়মানুযায়ী কোয়া‌রেন্টাইনে রাখা হ‌লেও তার শরী‌রে ক‌রোনা ভাইরা‌সের কোন উপসর্গ বা লক্ষন দেখা যায়‌নি।  

উ‌ল্লেখ্য ওই প্রবাসীর বাড়ী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মল্লিক বাড়ি। ১০ মার্চ তিনি সৌদি থেকে ঢাকায় আসেন। ১১ মার্চ তিনি নিজ বাড়িতে পৌছেন। ১৩ মার্চ থেকে তার কোয়ারেন্টাইন শুরু হলে ১৪ মার্চ তিনি স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপন করেন।

বাংলা‌দেশ সময় : ০৭৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএস/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।