ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় ইতালিফেরত এক যুবক আইসোলেশন ইউনিটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
চুয়াডাঙ্গায় ইতালিফেরত এক যুবক আইসোলেশন ইউনিটে

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ইতালিফেরত এক যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে ওই যুবককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

তার শরীরে করোনা ভাইরাসের জীবাণু আছে কিনা তা পরীক্ষা করতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল।

স্থানীয়রা জানান, ওই যুবকের পরিবারের সবাই ইতালি প্রবাসী। দুই বছর আগে তার বাবা-মা দেশে ফেরেন। তবে দীর্ঘ ২৬ বছর পর গত ১২ মার্চ তিনি দেশে আসেন।  

তার বাবা জানান, দেশে আসার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্রও দেওয়া হয়। ঢাকাতে দুই দিন অবস্থানের পর আলমডাঙ্গাতে ফেরেন ১৪ তারিখে। এর একদিন পর থেকেই ঠাণ্ডা, কাশি ও গলাব্যাথাসহ জ্বরে আক্রান্ত হয় সে। পরে তাকে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মাঝে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম কবির জানান, বিশ্বের মধ্যে এখন করোনা আক্রান্তদের সংখ্যা ইতালিতে সবচেয়ে বেশি। সেখানে মারা গেছেন বহুসংখ্যক মানুষ। সেই ইতালি থেকে দেশে ফিরে ঠাণ্ডা, জ্বর ও কাশিতে আক্রান্ত হওয়ার খবরে পেয়ে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন সাঈদকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশনা পেয়ে ডা. হাদী জিয়াউদ্দীন ওই যুবককে সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।  

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ইউনিটে রাখা  হয়েছে ওই যুবককে। তার স্বাস্থ্য পরীক্ষা করতে ঢাকা থেকে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পরই মূলত নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনা আক্রান্ত হয়েছেন কিনা।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।