সোমবার (২৩ মার্চ) বিকেলে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ।
এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬২ জন।
সিভিল সার্জন বলেন, জেলায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে অন্তর্ভুক্ত করে মোট ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এদের প্রায় সবাই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এছাড়া তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।
ইমতিয়াজ আহমেদ বলেন, জেলাবাসীকে অনুরোধ করছি আপাতত জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে।
এর আগে জেলাটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দুইজন। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২০
টিএ