সোমবার (৩০ মার্চ) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এখন থেকেই সক্রিয় হই।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোলরুমের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে একজন রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল বর্তমানে দু’জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গত ১ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ২৭১ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৯ জন।
বর্তমানে ঢাকার বাইরে বিভাগীয় শহরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি নেই। এবছর ডেঙ্গু সন্দেহে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
পিএস/এএ