ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে সরকার

ঢাকা: সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ কথা জানান।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করেছি।

আগামী কয়েকদিনের মধ্যে এ সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। মানুষ যদি ঘরের বাইরে অবাধে চলাচল করে কোনো নিরাপত্তা না নেন, মাস্ক না পরেন, হাত ভালো করে পরিষ্কার না করেন, একসঙ্গে ঘোরাফেরা করেন তাহলে কিন্তু কভিড-১৯ বিস্তৃতি কমবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমি অনুরোধ জানাবো, সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেসব স্বাস্থ্য নীতি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেকের নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, পরিবারের সদস্যদের স্বার্থে, আত্মীয়-স্বজনের স্বার্থে, সমাজের সবার স্বার্থে আমরা মেনে সেই স্বাস্থ্য নীতিগুলো মেনে চলি। আর সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫০। নতুন করে ২১৯ জনসহ মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩১ জন।

আরও পড়ুন>> নতুন ৪ জনসহ ৫০ মৃত্যু, আরো শনাক্ত ২১৯ জন

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
পিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।