ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিদ্ধান্ত বদলে ঢামেক বার্ন ইউনিটে করোনার চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
সিদ্ধান্ত বদলে ঢামেক বার্ন ইউনিটে করোনার চিকিৎসা

ঢাকা: ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের রোগীদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোগীদের স্থানান্তরে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ড. বিধান সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালের পরিচালক স্যার বার্ন ইউনিট খালি করার জন্য নির্দেশ দিয়েছেন।

ড. বিধান আরও জানান, ঢামেক বার্ন ইউনিট ১০০ শয্যার হাসপাতাল।

সেখানে রোগী আছে প্রায় ৩০০। এত রোগী স্থানান্তর করা খুবই রিক্সের ব্যাপার। সেটা রোগীদের জন্য খুব কষ্টদায়ক হবে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ এটা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে স্থগিত করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা এখন বাতিল করেছে। ঢামেক কর্তৃপক্ষ আমাদের রোগী হস্তান্তর করতে বলেছে, আমরা স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছি। ঢামেক বার্ন ইউনিটে পরে করানোর রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢামেক বার্ন ইউনিটের পাঁচতলা থেকে কিছু রোগীকে আজকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে। পর্যাক্রমে ধীরে ধীরে সব রোগীকে ওই হাসপাতালে স্থানান্তর করা হবে।

ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ জানান, আইসোলেশনে রোগীর সংখ্যা বেড়ে গেছে। সে কারণে আমরা আগের সিদ্ধান্ত বাতিল করেছি। এখন থেকে ঢামেক বার্ন ইউনিটে কভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

ছবি: বাংলানিউজ

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. অধ্যাপক আবুল কালাম জানান, আবারো সিদ্ধান্ত হয়েছে ঢামেক বার্ন ইউনিট থেকে রোগী আমাদের এখানে নিয়ে আসার জন্য। আমরা অলরেডি দেড়শ বেড প্রস্তুত করে রেখেছি। এখানে পাঠালেই আমরা চিকিৎসা শুরু করে দেবো।

ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট থেকে বিকেলের দিকে রোগী স্থানান্তর শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি জানান, রোগী স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। ঢামেকের বার্ন ইউনিটে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।