ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমের ১ ইউনিট লকডাউন, চিকিৎসাকর্মীরা কোয়ারেন্টিনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
শেবাচিমের ১ ইউনিট লকডাউন, চিকিৎসাকর্মীরা কোয়ারেন্টিনে শেবাচিম হাসপাতাল

বরিশাল: তথ্য গোপন করা চিকিৎসাধীন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডকে (ইউনিট-৩) লকডাউন করা হয়েছে। একইসঙ্গে এ ইউনিটে দায়িত্বপালনকারী সব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি জানান, গত ১৩ এপ্রিল জ্বর-কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন করে অজ্ঞান অবস্থায় এক রোগীকে তার আত্মীয়রা হাসপাতালের চারতলার মেডিসিন ওয়ার্ডের ইউনিট-৩ এর ভর্তি করেন।

এরপর ১৫ এপ্রিল (মঙ্গলবার) ওই রোগীর এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা সন্দেহ করে এবং তাৎক্ষণিকভাবে তাকে করোনা আইসোলেশন ইউনিটে পাঠান। এছাড়া ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠালে সেখান থেকে বৃহস্পতিবার রিপোর্ট আসে। সেই রিপোর্টে ওই রোগীর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

পরবর্তীতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান এবং ইউনিট প্রধানের সিদ্ধান্ত মোতাবেক ইউনিটটি লকডাউন করা হয়। পাশাপাশি ইউনিটে দায়িত্বপালনকারী ২৪ চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পুরো বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) অবহিত করা হয়েছে ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।