রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা নির্ণয় ও চিকৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আযাদ সোমবার (২০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আজিজুল হক আযাদ বলেন, আইসোলশনে থাকা সবার শরীরে জ্বর ও শ্বাসকষ্ট থাকলেও তাদের শারীরিক অবস্থা ভালো।
রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলা থেকে রাজশাহী আসা আরও ১৭ জনকে কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ঢাকা থেকে আসা ৬ জন এবং নারায়ণগঞ্জের ১ জন ও গাজীপুরের ২ জন, পাবনার ৩ জন, সিলেটের ২ জন, রাজবাড়ীর ১ জন, কুষ্টিয়ার ১ জন ও সিরাজগঞ্জের ১ জন রয়েছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য বিভাগ তাদের মনিটরিং করছে।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এসএস/এইচএডি/