বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শনিবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে সরকারের কাছে আমাদের তৈরি করোনা ভাইরাস শনাক্তের কিট হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, আমাদের করোনা ভাইরাস পরীক্ষার কিটের পরীক্ষার ফলাফল প্রায় পলিমারজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর) সমতুল্য, এটা বর্তমানে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।
কেনিয়া, সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও ভারত আমাদের করোনা পরীক্ষার কিট নিতে আগ্রহ প্রকাশ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশসময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২০
আরকেআর/ওএইচ/