সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়।
ইতোমধ্যে হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন বলেও জানান তিনি।
ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় বলেন, দুপুর পর্যন্ত আমাদের হাসপাতালে ৪৩ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন। আমাদের ডাক্তার-নার্সসহ সব স্বাস্থ্যকর্মী তাদের পাশে থেকে চিকিৎসাসেবা দিচ্ছেন। আক্রান্তদের সবাই এখন ভালো আছেন।
তিনি বলেন, এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টাই তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন। ইনডোর, আউটডোর সবখানেই আমাদের ডাক্তার-নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এখানে আইসোলেট হাসপাতাল করার কার্যক্রম চলমান। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) স্থাপনের জন্যও আমাদের কাজ চলছে।
‘ইতোমধ্যে এখানে সিভিল ওয়ার্ক শেষ হয়েছে, এখন বাকি টেকনিক্যাল কাজ সম্পন্ন করা। আশা করছি সপ্তাহখানেকের মধ্যে এ কাজগুলো সম্পন্ন হলেই পুরোপুরি কার্যক্রম আমরা শুরু করতে পারবো। ’
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এএ