শনিবার (১৬ মে) রাতে কুয়েত- বাংলাদেশ মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলীমুজ্জামান বাংলানিউজে এসব তথ্য নিশ্চিত করেন।
হাসপাতালের শয্যা ফাঁকা প্রসঙ্গে জানতে চাইলে আলীমুজ্জামান জানান, আমাদের এখানে করোনা আক্রান্ত বা সন্দেহভাজন সব রোগীকেই ভর্তি নেওয়া হয়।
যদিও এ ব্যাপারে জানতে হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই ফোনে পাওয়া যায়নি।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সার্বিক খবরাখবর জানতে চাইলে আলীমুজ্জামান বলেন, শেষ ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনা ইস্যুতে চিকিৎসা নিতে এসে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখানে এখন পর্যন্ত এ ধরনের ইস্যুতে ৩৬ জনের মৃত্যু হলো। এছাড়া আমাদের এখানে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১২ জন। এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন মোট ৪১৪ জন।
দিন দিন ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারসহ হাসপাতালের সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, গত কয়েকদিনের মধ্যে এখানে নতুন করে আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন সিলিন্ডার যুক্ত হয়েছে। বর্তমানে আইসিইউ আছে ২৮টি, ভেন্টিলেটরও ২৮টি। এছাড়া ২৪৩টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।
আলীমুজ্জামান আরও জানান, এ হাসপাতালে করোনা চিকিৎসায় নিয়োজিত আছে ৯৫ চিকিৎসক ও ১১৩ জন নার্স। তারা তিন শিফটে কাজ করছেন। প্রতি শিফটে ৯ জন চিকিৎসক ৮ ঘণ্টা করে ডিউটি করেন। টানা ৮ দিন ডিউটি করার পরে একেকজন ২২ দিন করে হোম কোয়ারেন্টিনে থাকছেন।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মে ১৭, ২০২০
পিএস/এইচজে