বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, রামগড়ে আক্রান্ত ব্যক্তি স্বাস্থ্যকর্মী এবং পানছড়ির আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামফেরত।
এদিকে খাগড়াছড়ি জেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
অপরদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশন থেকে ছাড়পত্র পাওয়ার ৬ ঘণ্টার মধ্যে এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় পানছড়িতে লকডাউন হওয়া ১১টি বাড়ির সন্দেহভাজন লোকজনের নমুনা সংগ্রহ শুরু করেছেন চিকিৎসকরা।
দ্বিতীয় দফা সংগৃহীত নমুনার ফলাফলে পুলিশের একজন এসআইসহ তিনজনের ফলাফল নেগেটিভ এসেছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ১৯, ২০২০
এডি/এফএম