ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় দেশে প্রথম নার্সিং কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মে ২১, ২০২০
করোনায় দেশে প্রথম নার্সিং কর্মকর্তার মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম শেফালী রানী দাস (৫০) নামে এক নার্সিং কর্মকর্তা মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজর ছিলেন।

বুধবার (২১ মে) দিনগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নার্সদের সংগঠন ‘সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস’ এর মহাসচিব সাব্বির মাহমুদ তিহান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এখন পর্যন্ত ৭ শতাধিক নার্সের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত এ নার্সদের মধ্যে এখন পর্যন্ত ১৫০ জন সুস্থ হযেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২শ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

আইইডিসিআরের হিসাব মতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এক হাজার ৭৭৩ জনের। মৃত্যু হয়েছে আরও ২২ জনের। সুস্থ হয়েছেন আরও ৩৯৫ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্ত দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে। আর মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪০৮ জনে। মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২১, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।