ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: বিভাগে বরিশাল নগর শনাক্তে শীর্ষে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ৯, ২০২০
করোনা: বিভাগে বরিশাল নগর শনাক্তে শীর্ষে 

বরিশাল: বরিশাল বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। শনাক্তে শীর্ষে রয়েছে বরিশাল নগর। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সবশেষ সবচেয়ে বেশি শনাক্ত হয় গত বৃহস্পতিবার। ওইদিন বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

 

সবশেষ হিসাব অনুযায়ী, বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে, আর বিভাগে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন। বরিশাল ছাড়া বিভাগের অন্য জেলায় শনাক্ত ৪শ।  

শুধু বরিশাল সিটি করপোরেশনসহ সদর উপজেলায় শনাক্ত ৫৭৮ জন। যেখানে বাকি ৯ উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। আর এ হিসাব অনুযায়ী বরিশালের ১০ উপজেলায় মোট শনাক্ত থেকে প্রায় ৫ গুণ বেশি শনাক্ত বরিশাল নগরে।

এছাড়া মোট আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন ও জেলা পুলিশের সদস্য এবং স্বাস্থ্যবিভাগে (ডাক্তার, নার্স, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী) কর্মরত ২শ জনের ওপরে রয়েছেন। বাকিদের মধ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন।

আবার সুস্থ ও মৃত্যুর পরিসংখ্যানেও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে বরিশাল জেলা।

বিভাগীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৭ জন। বিভাগে সুস্থ হয়েছেন ২৯৩ জন, যার মধ্যেও শীর্ষে রয়েছে বরিশাল জেলা।  

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, দিন দিন অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এখনই সবাই সচেতন না হলে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা অনেকটাই কঠিন অবস্থায় গিয়ে ঠেকবে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।