ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে অনলাইন যোগ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুন ১১, ২০২০
ভারতীয় হাই কমিশনের উদ্যোগে অনলাইন যোগ কর্মশালা ‘যোগ ও ভারসাম্যপূর্ণ জীবযাত্রায় আপনাকে স্বাগতম’

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘যোগ ও ভারসাম্যপূর্ণ জীবনযাত্রায় আপনাকে স্বাগতম’ শীর্ষক অনলাইন যোগব্যায়াম কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আগামী ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত সাত দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল সাতটায়। আয়োজনের ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে সাত মিনিট।

বৃহস্পতিবার (১১ জুন) এ তথ্য জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন সূত্র। তারা জানান, এই অনলাইন যোগব্যায়ামের কর্মশালা মানসিক চাপ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ‌্যের উন্নতি এবং জীবন যাপনে ভারসাম্য আনতে সাহায্য করবে।

কর্মশালায় অংশগ্রহণ করা যাবে কমিশনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে।

‘যোগ ও ভারসাম্যপূর্ণ জীবযাত্রায় আপনাকে স্বাগতম’

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১১, ২০২০
এইচএমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।