বৃহস্পতিবার (জুন ১১) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট’ শিরোনামে এ তথ্য জানানো হয়।
এতে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজের বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের মারাত্মক নিউমোনিয়া ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণ কমে আসছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে তার নিজের তৈরি প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৫ মে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই ফলাফল আসে।
তার স্ত্রী এবং ছেলেও বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ১১, ২০২০
আরকেআর/এফএম