রোববার (১৪ জুন) দুপুরে তিনি নিজেই বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যালের ভাইরোলজি বিভাগ থেকে তাকে জানানো হয়েছিল তার করোনার পরীক্ষায় পজিটিভ এসেছে।
করোনা চিকিৎসার এখনো কোনো ওষুধ বের হয়নি। তবে কিছু নিয়ম-কানুন মেনেই তিনি আইসোলেশন অবস্থান করছেন। ২১ বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ইন্সুলেশন নিয়ে থাকেন ডা. মোজাফফর। শাক-সবজি মাছ-মাংস, দুধ একটু লেবু বেশি বেশি খাচ্ছেন তিনি। আইসোলেশন থেকে তিনি সব নিয়ম-কানুন মেনে চলছেন।
তিনি আরো জানান, আক্রান্ত হয়েছি কিন্তু প্রতিদিনই রোগীদের খোঁজ-খবর নিতে হচ্ছে। প্রতিদিনই রোগীদের বিষয় চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আইসোলেশন থেকো আমি রোগীদের চিকিৎসার দিক-নির্দেশনা দিচ্ছি বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এজেডএস/এএটি