ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনামুক্ত হলেন কাউন্সিলর খোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুন ১৪, ২০২০
করোনামুক্ত হলেন কাউন্সিলর খোরশেদ

নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের শুরু থেকে নানা সামাজিক কার্যক্রম ও আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশে বিদেশের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনামুক্ত হয়েছেন। 

রোববার (১৪ জুন) দুপুরে তার নমুনা টেস্ট রিপোর্টে করোনা নেগেটিভ আসে। এর আগে শনিবার (১৩ জুন) তিনি পরীক্ষার জন্য নমুনা দেন।

 

খোরশেদ নিজেই তার সুস্থ হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

আক্রান্তদের সেবা করতে গিয়ে শনিবার (৩০ মে) নিজেও করোনায় আক্রান্ত হন খোরশেদ। এর আগে গত ২৩ মে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। বর্তমানে তারা দু’জনেই করোনামুক্ত হয়ে সুস্থ আছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুন ১৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।