ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
করোনায় আক্রান্ত সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ছবি: প্রতীকী

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসকদের জন্য বরাদ্দ একটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় হাসপাতালের উপ-পরিচালক মামুন মোরশেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিচালক উত্তম কুমার বড়ুয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

তিনি নয়দিন ধরে অসুস্থ। তবে তিনি এখন ভালো আছেন।

হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডটি চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে চিকিৎসক ও কর্মচারীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা নেবেন। পরিচালকও সেখানেই ভর্তি আছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১৪, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।