ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি ফেনীর সিভিল সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুন ১৫, ২০২০
করোনা: হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন

ফেনী: ফেনীতে কোভিড-১৯ আক্রান্তদের উন্নত চিকিৎসারে লক্ষ্যে ফেনী জেনারেল হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন ব্যবস্থা চালুর পর নিজেই ভর্তি হলেন সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তিনি ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি হন।

সোমবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সিভিল সার্জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। এছাড়া তার সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম কাওসার জানান, সিভিল সার্জনের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট (নিউরোমেডিসিন) ডা. দেওয়ান মুশফিক, কনসালটেন্ট ডা. সাইদুর রহমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম এ মতিন, মেডিসিন কনসালটেন্ট ডা. রিয়াজ উদ্দিন, ডা. ইলিয়াস। এছাড়া ঢাকা থেকে আইসিইউ স্পেশালিস্ট ডা. রবিউল হালিম মুন্না অনলাইনে তার চিকিৎসায় যুক্ত থাকবেন। আর সমন্বয়ে রয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন ভূঞা ও ডা. রিপন নাথ।

তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী।

তিনি বলেন, তার অসুস্থতায় ফেনী জেলা স্বাস্থ্য পরিবার ভীষণ উদ্বিগ্ন। ফেনী জেলার স্বাস্থ্য বিভাগের কর্ণধার দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন, সেই দোয়া করছি পরমকরুণাময়ের কাছে।

এর আগে গত শুক্রবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত ফলাফলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনের নমুনা পজিটিভ। সেই থেকে তিনি লেমুয়ার নিজ বাড়িতে আইসোলেশনে চলে যান। তার অবর্তমানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।