ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় সিলেটে একদিনে ৬ মৃত্যুর রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০২০
করোনায় সিলেটে একদিনে ৬ মৃত্যুর রেকর্ড ছবি: প্রতীকী

সিলেট: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। মৃতদের ছয়জনই সিলেটের বাসিন্দা। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের নামও রয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হলো ৫৪। তাদের মধ্যে সিলেট জেলায় ৪২ জন এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত চারজন করে।

সোমবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪ জন। এসময়ের মধ্যে সুনামগঞ্জে আরও ৪২ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৪০৬ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১ হাজার ৪১৩, সুনামগঞ্জে ৫৬৩, হবিগঞ্জে ২৩৯ ও মৌলভীবাজার জেলায় ১৯১ জন। হাসপাতালে ভর্তি হওয়া ২০৩ জনের মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৭ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ১৮৮, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ এবং মৌলভীবাজারে ৭৫ জন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।