তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২৫ জন, ছাগলনাইয়ায় ১৫ জন, সোনাগাজীতে ২ জন, ফুলগাজী ৩ জন ও একজন ফেনী জেলার বাইরের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের নমুনায় করোনা পজিটিভ আসে।
সূত্র আরও জানায়, বুধবার পর্যন্ত ৪ হাজার ২৭৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ১৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬০৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২২৯ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১২৮ জন, ছাগলনাইয়ায় ৭৮ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ২৭ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১০ জন রোগী রয়েছে। জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১২৪ করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এসএইচডি/এএটি