ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

পাবনায় ভয়াবহ রূপ ধারণ করছে করোনা, নতুন আক্রান্ত ৪৩ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, জুন ২২, ২০২০
পাবনায় ভয়াবহ রূপ ধারণ করছে করোনা, নতুন আক্রান্ত ৪৩ 

পাবনা: পাবনায় ভয়াবহ রূপ ধারণ করছে করোনা। সোমবার (২২ জুন) রাজশাহী ল্যাব থেকে পাওয়া নতুন রিপোর্টে ৪৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। 

নতুন আক্রান্ত ৪৩ জনের মধ্যে ৪০ জন পাবনা সদরের৷ জেলায় আক্রান্তের শীর্ষে রয়েছে সদর। এছাড়া চাটমোহরে আছে ৩ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ৩১৪ জন।

পাবনা সদরে মোট আক্রান্তের সংখ্যায় ১৯৭ জন। দ্বিতীয় অবস্থানে সুজানগর সেখানে আক্রান্ত ৩৬ জন। ঈশ্বরদীতে ১৮, আটঘরিয়ায় ১২, ভাঙ্গুড়ায় ১৪, চাটমোহরে ১১, সাঁথিয়ায় ১৯, ফরিদপুরে ৪ এবং বেড়ায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জন পাবনার ও ১১ জন রাজশাহীর পজিটিভ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ২৮ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। সবারই শারীরিক অবস্থা বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাবনায় করোনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৬ এপ্রিল।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।