মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ বিষয়ে কথা হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবীর সঙ্গে।
তিনি বলেন, ২ এপ্রিল থেকে ২৩ জুন পর্যন্ত আমাদের হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফসহ সর্বমোট ২১৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
‘করোনার শুরুর দিকে অনেক রোগী তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ার কারণে এই রোগ ছড়িয়ে পড়েছিল হাসপাতালে। তবে এখন আমাদের চিকিৎসক-নার্স, স্টাফরা অনেক সতর্ক, সবাই স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসুরক্ষা পড়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই স্বাস্থ্যবিধি এখন রোগীর ভিজিটরসহ সবাই মানছেন। ’
তিনি আরো বলেন, আক্রান্ত ২১৫ জনের মধ্যে ৬৩ জন চিকিৎসক, ৬২ জন নার্স ও স্টাফ ৯০ জন। করোনা আক্রান্ত হয়ে আমাদের হাসপাতালে আল্লাহর রহমতে কেউ মারা যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ২৩, ২০২০
এজেডএস/এএ