বুধবার (১ জুলাই) রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে করোনা আক্রান্ত ওসি ও তার স্ত্রীর উপসর্গ দেখা দিলে তাদের দু’জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। গত ২৯ জুন (সোমবার) তাদের নমুনা সংগ্রহ করা হয়। আর গত ৩০ জুন (মঙ্গলবার) পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকসহ দু’জনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হলে বুধবার রাতে চার জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।
করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই তেঁতুলিয়া মডেল থানা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে বাড়তি সতর্কতাসহ ওই ওসি ও হাসপাতালের কোয়াটারসহ ও আক্রান্তদের বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ০২৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
আরআইএস/