ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে একদিনে শনাক্তের চেয়ে সুস্থ বেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
দেশে একদিনে শনাক্তের চেয়ে সুস্থ বেশি

ঢাকা: দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন তিন হাজার ২০১ জন। এর বিপরীতে সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। অর্থাৎ সোমবার (০৬ জুলাই) দেশে শনাক্তের চেয়ে সুস্থতার হার বেশি।

এ দিন দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে এই রোগে দুই হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট পরীক্ষা হয়েছে আট লাখ ৬০ হাজার ৩০৭টি নমুনা।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জন হাসপাতালে মারা গেছেন এবং আর নয়জন বাড়িতে। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ১১ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ১৭, চট্টগ্রামে ১১, রাজশাহী ও সিলেটে তিনজন করে ছয়জন, খুলনা, রংপুর ও ময়মনসিংহে দুইজন করে ছয়জন ও বরিশাল বিভাগে চারজন।

নাসিমা সুলতানা বলেন, এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। আর এ নিয়ে মোট সুস্থ দাঁড়িয়েছে ৭৬ হাজার ১৪৯ জনে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।