ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩০, সুস্থ ৬৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
করোনা: বরিশাল জেলায় নতুন শনাক্ত ৩০, সুস্থ ৬৪

বরিশাল: র‌্যাব-পুলিশের সদস্যসহ বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে বরিশাল জেলায় মোট ১ হাজার ৯৩৭ জনের করোনা শনাক্ত হলো।

এছাড়া সোমবার (১৩ জুলাই) একদিনে ৬৪ জন সুস্থতা লাভ করেছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ৬৯৯ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৩০ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১ জন, নৌ পুলিশের ১ জন, র‌্যাব-৮ এর ১ জন সদস্য এবং জেনারেল (সদর) হাসপাতালের ২ জন নার্স রয়েছেন। বাকিরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৩০ জনের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

এ পর্যন্ত বরিশালে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৭ জন। মৃত্যু হয়েছে  ৩১ জনের।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।