গত সাত দিনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সুস্থ হয়েছেন চার হাজার ৯১০ জন। ১৩ জুলাই সুস্থ হয়েছেন চার হাজার ৭০৩ জন, ১২ জুলাই সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৮০ জন, ১১ জুলাই সুস্থ হয়েছেন এক হাজার ৬২৮ জন, ১০ জুলাই সুস্থ হয়েছেন এক হাজার ৮৬২ জন, ৯ জুলাই সুস্থ হয়েছেন তিন হাজার ৭০৬ জন, ৮ জুলাই সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জনসহ মোট ২৫ হাজার ১২৫ জন।
এর আগে ২৫ জুন এক দিনে সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জনসহ মোট ৫১ হাজার ৪৯৫ জন। এ দিনেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ গত ২০ দিনে সুস্থ হয়েছেন ৫০ হাজারের অধিক মানুষ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ২৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৭ জনে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
পিএস/এমআরএ