ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুমিল্লায় অনুমোদনহীন স্যানিটাইজার-মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
কুমিল্লায় অনুমোদনহীন স্যানিটাইজার-মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

কুমিল্লা: কুমিল্লার আলেখার চর এলাকার মেডিসিন কমপ্লেক্স মার্কেটের এস আলম মেডিক্যাল সেন্টারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিনের নেতৃত্বে ওষুধ প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এ যৌথ অভিযান পরিচালিত হয়।  

অভিযান প্রসঙ্গে জি এম আলিম উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযানে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিপুল পরিমাণ যৌন উত্তেজক ইউনানি ও আয়ুর্বেদ ওষুধ জব্দ করা হয়।

যৌন উত্তেজক ওষুধগুলো পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানর সিদ্ধান্ত হয়েছে।  

‘অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার, ওষুধ রাখার দায়ে এস আলম মেডিক্যাল সেন্টারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ যৌন উত্তেজক ওষুধগুলোর নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।