ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বর্ষপূর্তিতে অনলাইনে ফ্রি স্বাস্থ্যসেবা দেবে ‘হেলথমেন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
বর্ষপূর্তিতে অনলাইনে ফ্রি স্বাস্থ্যসেবা দেবে ‘হেলথমেন’

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২০ জুলাই দিনব্যাপী অনলাইনে ফ্রি স্বাস্থ্যসেবা দেবে দেশের অন্যতম টেলিমেডিসিন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘হেলথমেন’। 

নির্ভেজাল ও ঝামেলাহীন চিকিৎসাসেবা দেওয়ার জন্য ২০১৯ সালের ২০ জুলাই যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।

সহজতম মাধ্যমে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।  

বর্তমানে হেলথমেন প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিনিয়তই সচেতনতামূলক বার্তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সোস্যাল মিডিয়ায় আলোচনা করে যাচ্ছে।

বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের পাশাপাশি ফার্মাসিস্ট, সাইকোলজিস্ট ও নিউট্রিশনিস্টসহ ৭০ জনের টিম ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।  

হেলথমেনের প্রতিষ্ঠাতা নাকিব কামরান বলেন, আমরা চাই দেশের যে কোনো প্রান্ত থেকেই যেন মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়। প্রত্যেকের ব্যক্তিগত তথ্য গোপন রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।  

ফ্রি টেলিমেডিসিন সেবার জন্য m.me/healthmen.services এই ঠিকানায় মেসেজ দিতে হবে অথবা হেলথমেনের ফেসবুক পাতায়ও যোগাযোগ করা যাবে।  

ফেসবুক পেজ: https://www.facebook.com/healthmen.services/

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।