ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: বগুড়ায় একদিনে শনাক্ত ৬০, সুস্থ ৬৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, জুলাই ২০, ২০২০
করোনা: বগুড়ায় একদিনে শনাক্ত ৬০, সুস্থ ৬৪ প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা দিন দিন বাড়ছে। পাশাপাশি কমছে শনাক্ত রোগীর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ৬৪ জন ও শনাক্ত হয়েছেন ৬০ জন। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের।

সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫১টি নমুনার মধ্যে ২১ জনসহ মোট ৬০ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮০ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে মোট ৮০ জনের।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম বাংলানিউজকে জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে স্থানান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।