ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আধুনিক প্রযুক্তির ৪টি করোনা শয্যা পেলো বিএসএমএমইউ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
আধুনিক প্রযুক্তির ৪টি করোনা শয্যা পেলো বিএসএমএমইউ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবায় আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ চারটি নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের উদ্যোগে এ শয্যা পেলো বিএসএমএমইউ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সেনবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কাছে এ শয্যা হস্তান্তর করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

জানা যায়, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ চারটি নেগেটিভ প্রেশার করোনা শয্যা করোনা সেন্টারের আইসিইউতে ব্যবহার করা হবে। কোভিড রোগীদের চিকিৎসার সময় ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য এ ধরনের বেড ব্যবহার করা হবে। মূলত এ ধরনের নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আধুনিক চিকিৎসাসেবায় সহায়ক।  

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এ সংকটপূর্ণ মুহূর্তে দেশের বিভিন্ন বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।  

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।