ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে করোনায় এ পর্যন্ত ৭৯ চিকিৎসকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
দেশে করোনায় এ পর্যন্ত ৭৯ চিকিৎসকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৯ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬১৬ জন চিকিৎসক।

আর নার্স ও স্বাস্থ্যকর্মীসহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট মোট সাত হাজার ৭০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এ সংগঠনের হিসাব মতে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এরপরে সিলেট ও চট্টগ্রাম বিভাগের অবস্থান। আক্রান্ত দুই হাজার ৬১৬ জন চিকিৎকের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩৫ জন, সিলেট বিভাগে ৩০৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ১০৫ জন রয়েছেন। বাকিরা রংপুর, বরিশাল ও রাজশাহী বিভাগের। এ পর্যন্ত আক্রান্ত নার্সের সংখ্যা এক হাজার ৯২৭। এছাড়া আরও তিন হাজার ১৬০ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ১৭৪ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
পিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।