ঢাকা: রোগীদের স্বাস্থ্যসেবা দিতে প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএমডিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিকিৎসকদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অনেক দেশে টেলিমেডিসিন সার্ভিস দীর্ঘদিন ধরে চলমান। সেসব দেশের টেলিমেডিসিন গাইডলাইন দেশগুলোর হেলথ রেগুলেটরি সংস্থা বা মেডিক্যাল কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত।
বর্তমানে বৈশ্বিক কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখার প্রক্রিয়ায় রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে বিএমডিসি প্রথমবারের মতো টেলিমেডিসিন গাইডলাইন প্রস্তুত করেছে। এটি রোগীর স্বাস্থ্যসেবা দিতে চিকিৎসকদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
আরকেআর/এফএম