বরগুনা: আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নিসহ ছয়জনের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা
জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ২শ পৃষ্ঠার এ রায় ঘোষণা দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, ২শ পাতার রায়ের মূল অংশ এবং সাজার অংশ বিচারককে পড়ে শোনানোর জন্য অনুরোধ আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়। সে অনুযায়ী তিনি ১টা ১০ মিনিটে এজলাসে ওঠেন এবং সোয়া ১টায় রায় পড়া শুরু করেন। যে রায় পড়া পৌনে ২টায় শেষ হয়।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় ও মো. হাসান। খালাস পেয়েছেন মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বী, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এএ