ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

ক্যাম্পেইনের আওতায় মোট ২ কোটি ২০ লাখ শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে।

রোববার (০৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শিশু হাসপাতালে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে জানানো হয়, পক্ষকালব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হয়ে থাকে। পাশাপাশি সব শিশু মৃত্যুর হার ২৪ শতাংশ, হামজনিত মৃত্যুহার ৫০ শতাংশ এবং ডায়রিয়াজনিত মৃত্যুহার ৩০ শতাংশ কমিয়ে দেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ডা. শহিদুল্লাহ, পরিচালক ডা. সৈয়দ শফি আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ইএআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।