ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালককে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালককে শোকজ

ঢাকা: শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. উত্তম কুমারের বদলির আদেশের বিরুদ্ধে সমালোচনা ও বিষেদাগার করায় হাসপাতালটির উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবাবিভাগ থেকে রোববার (৮ নভেম্বর) ডা. মোর্শেদকে এ নোটিশ পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‌‘আপনি সাবেক পরিচালকের (ভারপ্রাপ্ত) বদলি আদেশের বিরুদ্ধে হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা সেবক-সেবিকা ও কর্মচারীদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেন। ওই মতবিনিময় সভায় সরকারি আদেশের সমালোচনা ও বিষেদাগার করা হয়, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা-১৯৮৯ এর পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮ ৩(বি) বিধি মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় আপনার এমন কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হলো। '

বেশি দামে হাসপাতালের চিকিৎসা সামগ্রী কেনায় গত ২৯ অক্টোবর ডা. উত্তম কুমারকে ওএসডি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।