ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি পৃথক ঘটনায় দগ্ধ ৬ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি পৃথক ঘটনায় দগ্ধ ৬ জন দগ্ধ একজন/ ছবি: বাংলানিউজ

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে গ্যাসলাইন লিকেজ মেরামতের সময় আগুন লেগে তিতাসের ৩ ডে-লেভার ও নারায়ণগঞ্জের কাঁচপুরে রহিম স্টিল মিলে লোহা গলানোর সময় দগ্ধ হয়েছেন ৩ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে টঙ্গীতে ও সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুরে দুর্ঘটনা দুটি ঘটে।

টঙ্গীর ঘটনায় দগ্ধরা জানান, তারা ভোরে ওই এলাকার একটি পুরাতন গ্যাসলাইন মেরামতের জন্য যান। সেখানে কাজ করার সময় লাইন থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে ওখানে থাকা সুজন (২৮), সেলিম (২৫) ও কালাম (২৫) নামে ৩ জন দগ্ধ হন। তারা ৩ জনই তিতাসের ঠিকাদারের ডে লেভার হিসেবে কাজ করেন।

এদিকে কাঁচপুর রহিম স্টিল মিলের দগ্ধরা জানান, তারা দীর্ঘদিন ধরে মিলে কাজ করেন। সকালে লোহা গলানোর ভাট্টিতে পুরাতন লোহা গলাচ্ছিলেন। তখন ভাট্টিতে কোনো সমস্যার কারণে গলিত গরম লোহা বিস্ফোরণ হয়ে পাশে থাকা ৩ কর্মচারীর উপরে পড়ে। এতে মহির উদ্দিন (৪০), ফরিদুল ইসলাম (৩০) ও আবুল কালাম (৩৩) দগ্ধ হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, টঙ্গীর ঘটনায় ৩ জনেরই হাত ও মুখে কিছুটা পুড়ে গেছে। আর কাঁচপুরের ৩ জনের মধ্যে মহির উদ্দিনের শরীরের ৪৮ শতাংশ, কালামের ৩৮ শতাংশ ও ফরিদুলের হাতে ও পায়ে সামান্য দগ্ধ ও ডান পায়ে ফ্র্যাকচার রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২০
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।