সিলেট: চারদিন পর সচল হলো সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিকল হয়ে পড়া আরটি-পিসিআর মেশি।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) হাসপাতালটিতে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মেশিনটি সোমবার (৭ ডিসেম্বর) মেরামত সম্পন্ন হয়েছে এবং মঙ্গলবার থেকে পুরোদমে করোনা পরীক্ষা শুরু হয়েছে। ’
গত শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে হাসপাতালটির পিসিআর ল্যাব বিকল হওয়ায় করোনা ভাইরাস পরীক্ষা ব্যাহত হয়। এ কারণে বেশি বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। সিলেটের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা আটকে যায়।
অবশেষে গত শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা থেকে মেশিন মেরামতে আসেন টেকনিশিয়ানরা। তাদের চেষ্টায় সমস্যা সমাধান করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এনইউ/এফএম