ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সৈয়দপুরে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
সৈয়দপুরে বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা

নীলফামারী: মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।  

রোববার (০৩ জানুযারি) বাংলাদেশ সেনাবাহিনীর ২২২, পদাতিক ব্রিগেডের আয়োজনে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙালিপুর ইউনিয়নের বাঙালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ওই বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

 

দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আর সৈয়দপুর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবায় ওই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
 
চিকিৎসা সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা হচ্ছেন- সৈয়দপুর সিএমএইচ হাসপাতালের  ইএনটি বিশেষজ্ঞ মেজর মোহাম্মদ বখতিয়ার হাওলাদার, চক্ষু বিশেষজ্ঞ মেজর এ কে এম মঞ্জুর মোর্শেদ, ডিও, সার্জারি বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল শেখ সাব্বির আহেমদ এবং মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নুরানী হানিফা। দিনব্যাপী চিকিৎসা সহায়তা কার্যক্রমে বাঙালিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা বয়সী পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়েছে।  

এদিকে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলাকালে সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দিন পিএসসি উপস্থিত হয়ে সার্বিক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন। তিনি চিকিৎসা সহায়তা কার্যক্রমে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন।  

এ সময় সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৪, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের স্টাফ অফিসার ক্যাপ্টেন মো. নাঈম পারভেজ, বাঙালিপুর ইউপি চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, ইউপি সদস্য  মো. রেজাউল করিম রেজু, বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক খোকন, বাঙালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরের দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদও সেনাাবাহিনী কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।