ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। এ সময় ঢামেক হাসপাতালে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢামেক হাসপাতাল থেকে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর পাঁচ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া দিনের প্রথম টিকা নিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ মোট ২শ জনের টিকা নেওয়ার কথা আছে।
এর আগে বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে টিকা দেওয়ার মাধ্যমে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
আরও পড়ুন>>মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে প্রথম টিকা নিলেন পলক
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/এএটি