খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা প্রথম ধাপে পাচ্ছে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন।
রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে জেলাটিতে ভ্যাকসিন পৌঁছানোর কথা রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
তিনি জানান, ভ্যাকসিনগুলো খাগড়াছড়ির ইপিআই সেন্টারে রাখা হবে। এক হাজার ২০০ ভায়ালে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন রয়েছে। প্রত্যেক ভায়ালে ১০ ডোজ করে। সরকার প্রদত্ত অগ্রাধিকার তালিকা অনুযায়ী করোনা ভ্যাকসিন দেওয়া হবে। তবে কবে নাগাদ ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে তা নির্ধারণ হয়নি।
তিনি আরও জানান, প্রথম ধাপে আমরা ১২ হাজার ডোজ ভ্যাকসিন পাচ্ছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব উপজেলায় স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তা সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সমবন্টন করা হবে। আমরা আলোচনার ভিত্তিতে ভ্যাকসিন কার্যক্রমের তারিখ ঠিক করবো।
এখন পর্যন্ত খাগড়াছড়িতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮১৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭৭২ জন। আর মারা গেছেন ছয়জন। গত বছরের ২৯ এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এডি/আরআইএস