ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৩ সপ্তাহ ধরে আটকে আছে বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
৩ সপ্তাহ ধরে আটকে আছে বঙ্গভ্যাক্সের ট্রায়ালের অনুমোদন ছবি: বাংলানিউজ

ঢাকা: গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিলে (বিএমআরসি) আবেদন জমা দেওয়ার তিন সপ্তাহ হলেও এখনো অনুমোদন মেলেনি, জানিয়েছেন আবিষ্কারক দলের বৈজ্ঞানিক ও বায়োটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভ্যাকসিন আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিক কাকন নাগ এবং নাজনীন সুলতানা শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৈজ্ঞানিক কাকন নাগ বলেন, আজকে প্রায় ৩ সপ্তাহ হতে চললো আমরা বাংলাদেশ মেডিক্যাল রিচার্স কাউন্সিলে আবেদন জমা দিয়েছি এথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য। এর আগে ঔষুধ প্রশাসন অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে উচ্চ পর্যায়ের টিম গঠন করেছিলেন সাইন্টিফিক রিভিউ কমিটি, উনারা একাধিকবার আমাদের ডাটা এনালাইসিস করেছেন, অডিট করেছেন। সেখানে সবকিছু সন্তোষজনক পাওয়া সাপেক্ষে আমাদের জিএমপি লাইসেন্স দিয়েছেন, এই ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, উৎপাদন করার জন্য। তারমানে হচ্ছে টেকনোলজিক্যালি ও সাইন্টিফ্যাকিলি এটা কার্যকরী এবং নিরাপদ, এইটুকু প্রমাণ আমরা পেয়েছি, সেই স্বীকৃতি পেয়ে গেছি সরকারের কাছ থেকে।

তিনি জানান, এখন যেটুকু দরকার ক্লিনিক্যাল ট্রায়ালের শুরু হবে তার জন্য ভলান্টিয়ার আছেন, এই ভ্যাকসিন প্রয়োগ করলে ভলান্টিয়ারদের ম্যানেজম্যান্ট কি রকম হবে, এজন্য একটি পার্মিশান দরকার বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের এথিক্যাল রিভিউ কমিটির কাছ থেকে। এটি মডার্নার ক্ষেত্রে মাত্র চারদিন লেগেছিল, আমাদের এখানে কিন্তু ৩ সপ্তাহ হতে চলল। আমরা এখন পর্যন্ত কোনো রেসপন্স জানি না কখন আপডেট বা অনুমোদন পাবো। এটা পাওয়ার পরপরই আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে পারবো।

কাকন নাগ বলেন, এই ভ্যাকসিনের দুটো বৈশিষ্ট্যের কথা আমরা বলব, এটি খুব সম্ভবত সিঙ্গেল ডোজ ভ্যাকসিন হতে যাচ্ছে। এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন হবে। এটা আমরা বলছি ডাটা সাপেক্ষে।

এসময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, তথ্যসচিব খাজা মিয়া, সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল করিম এসময় উপস্থিত ছিলেন।  

গত ১৭ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্স’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন জমা দেয় সিআরও লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।