ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকা নিলেন শেবাচিমের পরিচালক-মেডিক্যাল কলেজ অধ্যক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
টিকা নিলেন শেবাচিমের পরিচালক-মেডিক্যাল কলেজ অধ্যক্ষ টিকাদান শুরু। ছবি: বাংলানিউজ

বরিশাল: সারা দেশের মতো ব‌রিশালেও শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে সি‌টি করপোরেশনের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ উপ‌স্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন।

 

হাসপাতালের প‌রিচালক ডা. মো. বা‌কির হোসেন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো ম‌নিরুজ্জামান শা‌হিন উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহন করেন। টিকা গ্রহনের পর সুস্থ আছেন বলে জা‌নিয়েছেন টিকা গ্র‌হিতারা।  

সি‌টি মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ নগরবাসীকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানান।  

সি‌টি ক‌রপো‌রেশন এলাকায় ৪২৪ জন করোনার টিকা গ্রহ‌ণের জন্য প্রথম দিনে নিব‌ন্ধিত ছিলেন। এর মধ্যে শেবা‌চিম কে‌ন্দ্রে ১৮০ জন, সদর হাসপাতালে ১২২ জন এবং পু‌লিশ হাসপাতালে ১২২ জন।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১

এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।