ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় তোলারাম কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
করোনায় তোলারাম কলেজের সহযোগী অধ্যাপকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের পদার্থ বিদ্যার সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম শিবলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২ মার্চ) ভোরে তিনি মারা যান।

সহযোগী অধ্যাপক শিবলী নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী পরিবারের ডা. হাবিবুর রহমান চৌধুরীর মেজো ছেলে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ইকবাল বাহার চৌধুরী শিহাব জানান, তার মেজো ভাই সরকারি তোলারাম কলেজের পদার্থ বিদ্যার সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম শিবলী। গত কিছুদিন ধরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ভোরে তিনি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।