ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২১
রাজশাহীতে করোনায় চিকিৎসকের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডা. মো. ওবাইদুল্লাহ (৬২) মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ডা. নাজমা খাতুনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

ডা. ওবাইদুল্লাহর বন্ধু ডা. চিন্ময় কান্তি দাস জানান, ১২ দিন আগে তার করোনা পজিটিভ আসে। এরপরই তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

অধ্যাপক ডা. ওবাইদুল্লাহ অবসরের পর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট্রির শিক্ষকতায় যোগ দেন। তার ছেলে আমেরিকা প্রবাসী।

মেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্রী। এই চিকিৎসকের বাড়ি মহানগরীর পাঠানপাড়া এলাকায় হলেও বসবাস করতেন উপশহরের নিজ ফ্ল্যাটে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২১
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।