ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় বরিশালে মোট মৃত্যু ১০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
করোনায় বরিশালে মোট মৃত্যু ১০০ ...

বরিশাল: বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল নগরেরই ১৩ জন।

এছাড়া শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ২ জন মৃত্যুবরণ করেছেন। ফলে বরিশাল জেলায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০-তে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও ভোলার আরটি পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরের ১৩ জন ছাড়াও বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, মেহেন্দিগঞ্জের ৩ জন, হিজলা ১ জন, বাবুগঞ্জে ৭ জন, আগৈলঝাড়ায় ৩ জন, বানারীপাগায় ১ জন এবং উজিরপুর উপজেলার ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন।

জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যারমধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১শ জনের।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২১
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।