ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: বগুড়ায় একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
করোনা: বগুড়ায় একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬৮

বগুড়া: বগুড়ায় করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ৬৮ জন ও সুস্থ হয়েছেন ৪৬ জন।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা রওশন আরা (৫০), সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা শেফালী বেগম (৮০), শিববাট্টি এলাকার বাসিন্দা ইমদাদুল হক (৭৭), সারিয়াকান্দি উপজেলার চিলপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৫৫) ও সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বাসিন্দা জিল্লুর রহমান (৫৫) মারা যান। এদের মধ্যে রওশন আরা ও জিল্লুর রহমান বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং অন্য তিনজন বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৯ মার্চ জেলায় একদিনে করোনায় পাঁচজনের প্রাণহানি ঘটে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ৩০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬টি নমুনার মধ্যে ছয়জনসহ মোট ৬৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪১৮ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন। এছাড়া নতুন পাঁচজনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭ জনে। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩১ জন। নতুন আক্রান্ত ৬৮ জনের মধ্যে ৬০ জন বগুড়া সদরের, শাজাহানপুর উপজেলার চারজন, শিবগঞ্জ উপজেলার তিনজন ও একজন দুপচাঁচিয়া  উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।