ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে ৩০৩ নার্সকে সংবর্ধনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ঢামেকে ৩০৩ নার্সকে সংবর্ধনা

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্ত ৩০৩ জন সিনিয়র স্টাফ নার্সকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাসপাতালের নতুন ভবনের একটি সভাকক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের নতুন ভবনের অধ্যাপক এস জি এম চৌধুরী সেমিনার হলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক।  

নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের সেবার মান নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সুন্দর ব্যবহার নিশ্চিত করতে হবে। হাসপাতালের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।  

নাজমুল হক বলেন, চিকিৎসকরা রোগী দেখে চিকিৎসা দেয়। আর নার্সরাই পুরো সেবা দিয়ে থাকেন।  

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক সভাপতি মোহাম্মদ কামাল পাটোয়ারী বলেন, বাংলাদেশের সব পর্যায়ে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবার অবিচ্ছেদ্য অংশ নার্সিং সেবা।  

নতুন নিয়োগপ্রাপ্ত নার্সদের উদ্দেশে তিনি বলেন, আপনারা রোগীদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। এখানে যারা চিকিৎসা সেবা নিতে আসেন, তারা যেন সঠিক নার্সিং সেবা পায় সেদিকে খেয়াল করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ, নার্সেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন। সভাপতিত্ব করেন নার্সের সেবা তত্ত্বাবধায়ক শিখা বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।